বিদ্যালয়টি গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলায়, বারিষাব ইউনিয়নের সিঙ্গুয়া গ্রামের সর্বপূর্ব প্রান্তে
ব্রক্ষপুত্র নদীর পশ্চিম পাশ্বে ১৯৬১ খ্রিঃ মাধ্যমিক বিদ্যালয় হিসাবে ১.৬৭ একর জমির উপর প্রতিষ্ঠিত হয়।
সিঙ্গুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পথ চলা শুরু হয় সিঙ্গুয়া নিউ স্কিম মাদরাসা নামে।
* ১৯৩৭ সালে শেরে বাংলা এ,কে ফজলুল হক শিক্ষা ব্যবস্থার অভাবনীয় উন্নয়নের সময়ে মাইনর স্কুলে পরিণত হয়।
* ১৯৬১ সালে সিঙ্গুয়া হাই স্কুল উন্নীত হয়। এবং এরপর থেকে সিঙ্গুয়া বহুমুখী উ্চচ বিদ্যালয় নামে নব যাত্রশুরু হয়।
এস.এস.সি -
২০১০ সালে পাশের হার ৫০.০০%
২০১১ সালে পাশের হার ৭৩.৫৮%
২০১২ সালে পাশের হার ৯১.০৭%
২০১৩ সালে পাশের হার ৮৭.৮০%
২০১৪ সালে পাশের হার ৯৭.৭৩%
জে.এস.সি -
২০১০ সালে পাশের হার ৯৬.০০%
২০১১ সালে পাশের হার ৯৩.১৮%
২০১২ সালে পাশের হার ৯৮.২১%
২০১৩ সালে পাশের হার ৯৮.১১%
২০১৪ ইং সনে এস,এস.সি পরীক্ষায় ৪৪ জন এবং ২০১৩ ইং সনে জে. এস.সি পরীক্ষায় ৫৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করে।
২০১৪ ইং সনে এস.এস.সি পরীক্ষায় ৪৩ জন এবং ২০১৩ ইং সনে জে.এস.সি পরীক্ষায় ৫২ জন পরীক্ষার্থী কৃতিত্বের সহিত পাশ করে।
দেশের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিস্ঠানের নাম অত্র বিদ্যালয়টিকে উন্নীত করার ব্যবস্থা করা। এই লক্ষ্যকে সামনে রেখে আরো উন্নত মানের পাঠদান, শিক্ষক , শিক্ষার্থীদের মাঝে যোগাযোগ বৃদ্ধি করা সহ আধূনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে কম্পিউটার ব্যবহার করে শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে যোগাযোগ বৃদ্ধি করা সহ আধুনিক প্রযুক্তিতে কাজে লাগিয়ে কম্পিউটার ব্যবহার করে শিক্ষক ছাত্রদের কাছে সহজ লভ্য করার ব্যবস্থা করা সহ প্রতিষ্ঠানটি ডিজিটাল প্রতিষ্ঠানে রুপা্ন্তর করা।
কাপাসিয়া হইতে বাসযোগে খিরাটি- খিরাটি থেকে সি, এন,জি অথবা রিক্সা যোগে সরাসরি বিদ্যালয়ে।
মেধাবী ছাত্র/ছাত্রী অনেক আছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস