Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মামলার আবেদন

নমুনা আবেদন পত্র

 

বরাবর,

চেয়ারম্যান

০4নং বারিষাব ইউনিয়ন পরিষদ,

কাপাসিয়া, গাজীপুর।

 

বিষয- জোরপূর্বক ভাবে জমি দখল করায় সু-বিচার পাওয়ার জন্য আবেদন।

 

বাদী-                                                                                                                 বিবাদী-

১) হেলাল উদ্দিন                                                                                             ১)  আবু তাহের

পিতা মৃত ইয়াকুব আলী                                                                                         পিতা মৃত অছিমদ্দিন

গ্রাম- বারিষাব, ডাকঘর- ভেরারচালা,                                                                       গ্রাম- বারিষাব, ডাকঘর- ভেরারচালা,                              

উপজেলা- কাপাসিয়া, জেলা- গাজীপুর।                                                                       উপজেলা- কাপাসিয়া, জেলা- গাজীপুর।

 

জনাব,

যথাবিহীত সম্মান পূর্বক বিনীত নিবেদন এই যে, বিবাদী আমার পৈত্রিক সম্পত্তি জোর পূর্বক ভাবে দখল করে নিয়েছে। আমার জমি বিভিন্ন প্রকার আম ও কাঠাল গাছও কাটিয়া নিয়া গেছে। আমি আমার জমি দখল করার ব্যাপারে তার কাছে জানতে চাইলে সে বলে যে, এটা নাকি তার ক্রয়কৃত সম্পত্তি। আমি তাকে জমির দলিল দেখাইতে বলিলে আমার বিভিন্ন প্রকার ভয়ভীতি দেখায় এবং এই জমি কোন কালেই পাবনা বলে আমাকে অকথ্য ভাষায় গালি গালাজ করে। তাই আমি নিরুপাই হইয়া সু-বিচার পাওয়ার জন্য আপনার স্বরনাপন্ন হইলাম। প্রকাশ থাকে যে, শুনানীর দিন সমস্ত ঘটনা বর্ণনা করা হইবে।

 

অতএব, মহোদয় সমীপে বিনীত আরজ এই যে, উপরোক্ত বিষয় বিবেচনা করিয়া সু-বিচার করতঃ আমার জমি উদ্ধারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করিলে আমি আপনার নিকট চির কৃতজ্ঞ থাকিব।

 

                                                  

তারিখ............................                                                                            বিনীত নিবেদক

 

                                                                                                                     (হেলাল উদ্দিন)