বারিষাব ইউনিয়ন পরিষদে ইউনিয়নের সকল ভোটারদের ভোটে নির্বাচিত একজন চেয়ারম্যান। প্রধান ব্যাক্তি।এবারে নির্বাচিত হয়েন জনাব এস.এম.আতাউজ্জামান বাবলু। মোবাইল নম্বর: 01715016055
তারপর সরকারীভাবে নিয়োগ প্রাপ্ত একজন সচীব জনাব মো: রাজ্জাক আলী (ভারপ্রাপ্ত), মোবাইল: 01749389947 পরিষদের অধীনে আছে ১জন দফাদার হেলাল। গ্রাম পুলিশ আছেন 9 জন।
পাশাপাশি মেম্বার আছেন প্রতি ওয়ার্ড থেকে ১জন করে মোট ৯ জন। প্রতি ৩টি ওয়ার্ড থেকে ১জন করে মহিলা মেম্বার আছেন।
সবকিছুর পাশাপাশি আছে তথ্য ও সেবা কেন্দ্র এর 1 জন উদ্যোক্তা। স্থানীয় পর্যায়ে গনমানুষের ক্ষমতায়ন,ইউনিয়ন পরিষদের আয় বৃদ্ধিতে নিরন্তর ভূমিকা রেখে চলছেন।জন্ম ও মৃত্যু নিবন্ধন, গ্রাম আদালতের তথ্য অনলাইন করন সহ বিভিন্ন সেবামূলক কাজের সাথে অবৈতনিক ভাবে যুক্ত। মোঃ কামাল হোসেন, মোবাইল 01727322198
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS